গুগল ম্যাপসে নতুন ৬ ফিচার, বুকিং করা যাবে মেট্রো টিকিট

২৯ জুলাই, ২০২৪

এআইয়ের সাহায্যে সব পরিষেবাকে আরও উন্নত করতে শুরু করেছে গুগল। এর মধ্যে অন্যতম গুগল ম্যাপস। অচেনা পথ চলতে এই অ্যাপের কোনো জুড়ি নেই। এবার ব্যবহারকারীদের যাত্রাকে আরও সহজ করতে এআইয়ের সাহায্যে গুগল ম্যাপ হয়ে উঠবে আরও বেশি কার্যকর।

নতুন ৬টি ফিচার প্রকাশ করেছে গুগল। যা ম্যাপকে আরও নিখুঁত করছে। ফলে পথ চলা আরও সহজ হবে। দেখা যাক কোন কোন ফিচার নিয়ে এসেছে গুগল-

ন্যারো রোডস ফিচার

সরু রাস্তায় গাড়ি নিয়ে যাওয়া সব সময়ই কঠিন। এবার গুগল এনেছে ন্যারো রোডস ফিচার। এর সাহায্যে সরু রাস্তাকে এড়িয়ে যেতে পারবেন চালকরা।

ফ্লাইওভার অ্য়ালার্টস

অনেক সময়ই পথে চলতে চলতে ফ্লাইওভার নিয়ে সমস্যা তৈরি হয়। বিশেষত, অপরিচিত জায়গায়। এবার সেই সংশয় দূর করতে নিয়ে আসা হয়েছে গুগল ম্যাপসের নতুন ফিচার। সামনে ফ্লাইওভার থাকলে এবার তাও চালকদের জানিয়ে দেবে অ্যাপ। চার চাকা হোক বা দুই চাকা, সবার জন্যই থাকবে অ্যালার্ট।

পপুলার স্পট

কোথাও খেতে যাবেন? অন্য কোনো প্ল্যান? সব খোঁজ মিলবে গুগল ম্যাপ থেকে। নিজের প্রিয় স্পট অন্যদের সঙ্গে শেয়ার করার সুযোগও থাকছে। তাই কোনো ট্রিপের পরিকল্পনা করলে ব্যবহারকারীদের দারুণ বন্ধু হয়ে উঠবে গুগল ম্যাপ।

মেট্রো টিকিট বুকিং

ভারতের বিভিন্ন শহরে এই পরিষেবা আনছে গুগল ম্যাপ। অ্যাপের সাহায্যে সরাসরি মেট্রোর টিকিট কেটে নেয়া যাবে। ফলে গাড়ি থেকে নেমে মেট্রো ধরতে হলে চিন্তা নেই। লাইনে দাঁড়ানোর ঝক্কি পোহাতে হবে না। তবে বাংলাদেশে কবে চালু হবে কি-না, তা নিয়ে সন্দেহ রয়েছে।

ট্রাফিকে গোলমালের অ্যালার্ট

ট্রাফিকে গোলমাল হোক কিংবা কোনো নির্মাণকাজের গোলমাল, পথে কোনো সমস্যা থাকলে এবার তাও জানিয়ে দেবে অ্যাপ।

ইভি চার্জিং স্টেশন

ইলেকট্রিক ভেহিকলের চার্জিং স্টেশন খুঁজে পেতে অনেক সময় সমস্যা হয়। এবার গুগল ম্যাপ নিকটবর্তী স্টেশন খুঁজে দেবে।