বিএনপি-জামায়াতের উদ্দেশ্য ছিল গণভবন দখল করা: চিফ হুইপ

২৯ জুলাই, ২০২৪

গণভবন দখল করা বিএনপি-জামায়াতের উদ্দেশ্য ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী।

সোমবার (২৯ জুলাই) সকালে মাদারীপুরে নাশকতায় ক্ষতিগ্রস্ত স্থাপনা মুক্তিযোদ্ধা পৌর অডিটোরিয়াম, পুলিশ ফাঁড়ি, পুলিশ বক্স, জেলা আওয়ামী লীগ কার্যালয়, পেট্রোল পাম্প, বাস ডিপো পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

নূর-ই-আলম চৌধুরী বলেন, ছাত্রদের কোটা আন্দোলন নিয়ে আমাদের সরকারের সবারই দৃষ্টি ছিল। পরে জামায়াত-বিএনপি এটাকে অন্য রূপে নিয়ে এ নাশকতা করেছে। বিএনপি-জামায়াতের উদ্দেশ্য ছিল গণভবন দখল করা। গোয়েন্দা নজরদারির কারণে আমাদের প্রধানমন্ত্রীকে, গণভবনকে, আমাদের সংসদসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে রক্ষা করা সম্ভব হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মো. শফিউর রহমান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।