টিটমাসকে টপকে সোনা জিতলেন মলি

৩০ জুলাই, ২০২৪

অলিম্পিকের এবারের আসরেই দারুণ এক রেকর্ড গড়েছেন আরিয়ার্নে টিটমাস। যুক্তরাষ্ট্রের কেটি লেডিকিকে টপকে রেস অব দ্যা সেঞ্চুরি আখ্যা পাওয়া মেয়েদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ান এই সাঁতারু। এরপর ২০০ মিটার ফ্রিস্টাইলেও সর্বোচ্চ পদক জয়ের লক্ষ্যেই পুলে নেমেছিলেন। তবে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে স্বদেশি মলি ওক্যালাঘানের কাছে।

প্যারিস অলিম্পিকে মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইলে টিটমাসকে টপকে সোনা জিতেছেন মলি। ২০ বছর বয়সী এই সাঁতারু সাতার শেষ করতে স্পময় নিয়েছেন ১ মিনিট ৫৩.২৭ সেকেন্ড। অলিম্পিকের নতুন রেকর্ডও এটি।

এর আগে এই রেকর্ডটি ছিল টিটমাসের অধীনে। টোকিও অলিম্পিকে তিনি সাতার শেষ করেছিলেন ১ মিনিট ৫৩.৫০ সেকেন্ড। টিটমাস এবার দ্বিতীয় হয়েছেন ১ মিনিট ৫৩.৮১ সেকেন্ড সময় নিয়ে।

মলি ও টিটমাস দুজনই যে শুধু অস্ট্রেলিয়ান সাঁতারু তাই নয়, দুজন একই সঙ্গে একই কোচের অধীনে অনুশীলনও করেন। এ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন হংকংয়ের সিওভান হাউহি। তিনি সময় নিয়েছেন ১:৫৪.৫৫ সেকেন্ড।