যুক্তরাষ্ট্রে ভূমিকম্পের আঘাত

৩০ জুলাই, ২০২৪

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আঘাত হেনেছে ভূমিকম্প। সোমবার (২৯ জুলাই, স্থানীয় সময়) বিকেলে ভূমিকম্পে কেঁপে ওঠে শহরটি। খবর সিএনএনের।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯। এর কেন্দ্র ছিল ক্যালিফোর্নিয়ার বারস্টোর কাছে। এটি লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১০৩ মাইল উত্তর-পূর্বে অবস্থিত। 

শুরুর দিকে এই ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ১ বলা হয়। তবে পরে সেটি কমিয়ে ৪ দশমিক ৯ করা হয়।

তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্ধারণ করতে কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।