রবি আজিয়াটার মুনাফা বেড়েছে ২১৫ শতাংশ

৩১ জুলাই, ২০২৪

পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা পিএল'র পরিচালনা পর্ষদ চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৪) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য হিসাববছরের অর্ধবার্ষিকীতে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা ২১৫ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২১ টাকা। আগের হিসাববছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.০৫ টাকা। সে হিসাবে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.১৬ টাকা বা ৩২০ শতাংশ।

এদিকে, চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে, তথা ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৪১ টাকা। আগের হিসাববছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফ ছিল ০.১৩ টাকা। সে হিসাবে কোম্পানিটির শেয়াপ্রতি মুনাফা বেড়েছে ০.২৮ টাকা বা ২১৫ শতাংশ।

উল্লেখ্য, গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.১৭ টাকা।