এখনও সাড়া দেয়নি ফেসবুক-ইউটিউব, যা বললেন পলক

৩১ জুলাই, ২০২৪

গুজব প্রতিরোধসহ কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চেয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) পাঠানো চিঠির জবাবে ইমেইল পাঠিয়েছে টিকটক। তবে ফেসবুক ও ইউটিউব থেকে এখনও কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, চিঠির জবাবে টিকটক জানিয়েছে, তারা ব্যাখ্যা দেবে। তবে ফেসবুক-ইউটিউব এখনও কোনো জবাব দেয়নি। ৩১ জুলাই আমরা ডেকেছিলাম তাদের। বুধবার পর্যন্ত তাদের কাছে সময় আছে। এখন দেখা যাক কী করে তারা। তাদের জবাবের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেবে সরকার।

সংবাদ সম্মেলনে পলক আরও বলেন, ইন্টারনেট সেবাকে ‘রেস্ট্রিকটেড’ করে রাখেনি সরকার। ভিপিএন ব্যবহারের জন্য ইন্টারনেটের গতি ধীর পাওয়া যাচ্ছে। আর ইন্টারনেট বন্ধ থাকার জন্য ফ্রিল্যান্সারদের ক্ষতি পুষিয়ে নিতে তাদের ক্যাশ ইনটেনসিভ দেওয়ার জন্য সুপারিশ করা হবে।