যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান পেলো ইউক্রেন

০১ আগস্ট, ২০২৪

দীর্ঘ প্রতীক্ষার পর শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান পেলো ইউক্রেন। বুধবার বিষয়টির সাথে পরিচিত সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রথম দফায় অল্পসংখ্যক এফ-১৬ পেয়েছে ইউক্রেন। আগস্টে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত সবকয়টি বিমানই পেতে পারে কিয়েভ। এ ব্যাপারে অবশ্য ইউক্রেনীয় কর্মকর্তারা এখনো কোনো মন্তব্য করেনি।

গত বছর এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনে পাঠানোর জন্য নেদারল্যান্ডস ও ডেনমার্ককে অনুমতি দিয়েছিল যুক্তরাষ্ট্র। ইউক্রেনের পাইলটদের এফ-১৬ চালানোর প্রশিক্ষণ শেষ হলে বিমানগুলো ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছিল। চলতি মাসে ন্যাটোর ৭৫তম সম্মেলনে জানানো হয়, এফ-১৬ যুদ্ধবিমান পাঠানো শুরু করেছেন তারা।