চাঁদপুরে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ও থিয়েটার ফোরামের মানববন্ধন

০২ আগস্ট, ২০২৪

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে শোক ও স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির নিষিদ্ধ করায় সরকারের সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ও থিয়েটার ফোরাম চাঁদপুরের যৌথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিল্পী, সাহিত্যিক, কলাকুশলী ও সাংস্কৃতিক সংগঠকরা অংশ নেন।

সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সভাপতি তপন সরকারের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক স্বরলিপি নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা এম আর ইসলাম বাবুর পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে থিয়েটার ফোরাম চাঁদপুরের সভাপতি শহীদ পাটোয়ারী, জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য কন্ঠশিল্পী রূপালি চম্পক, সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক হারুন আল রশিদ, পুরানবাজার ডিগ্রি কলেজ অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, কবি ও লেখক ডা. পীযুষ কান্তি বড়ুয়া, সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সহসভাপতি বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, আমরা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য শিল্পকলার সামনের রাস্তায় এসে দাঁড়াইনি। আমরা সাংস্কৃতিক কর্মীরা আজ রাজপথে দাঁড়িয়েছি আমাদের অধিকার আদায় করতে। একাত্তরের প্রেতাত্মারা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আমাদের শিল্প সংস্কৃতির ওপর সেই স্বাধীনতার পরাজিত শক্তি আঘাত হানার চেষ্টা করছে।

তারা আরও বলেন, কোটা আন্দোলন ছাত্রদের নৈতিক অধিকার। আমরা চাই মেধার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনাকে ধন্যবাদ জানাই এজন্য