রাজবাড়ীতে শিক্ষার্থীদের গণমিছিল

০৩ আগস্ট, ২০২৪

শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণমিছিল করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (২ আগস্ট) বিকেল পৌনে ৪টায় শহরের বড়পুল এলাকা থেকে এই মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। 

মিছিল শুরুর পরপরই বড়পুল মোড়ে তাদের বাধা দেয় পুলিশ। এরপর তারা বড়পুল মোড়ে পুলিশের সঙ্গে কথা বলে আবারও মিছিল শুরু করেন। মিছিলটি পুলিশ পাহারায় পুলিশ সুপারের বাসভবনের সামনে থেকে ঘুরে বিকেল সাড়ে ৪টায় পান্না চত্বর এসে শেষ হয়। মিছিল শেষ করে সেখানে কিছুক্ষণ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে যার যার মতো চলে যান তারা।

গণমিছিলে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এরপর শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, তাদের ৯ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কেরা যখন যে কর্মসূচি ঘোষণা করেন, তারা সেই কর্মসূচি পালন করবেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা ও দেশের জানমালের কথা চিন্তা করে আমরা তাদের রাস্তায় না নামার জন্য বুঝিয়েছি। তারপরও তারা তাদের মতো করে কর্মসূচি পালন করেছে। কর্মসূচিকে ঘিরে আমাদের চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল।