যাত্রাবাড়ীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

০৩ আগস্ট, ২০২৪

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কর্মসূচিতে অংশ নিতে জড়ো হয়েছেন হাজার হাজার শিক্ষার্থী। শনিবার সকাল সাড়ে ১১টা থেকে যাত্রাবাড়ীর বিভিন্ন রাস্তার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা একযোগে ৯ দফা দাবি আদায়ে স্লোগান দেয়। সেখানে কোনো পুলিশ সদস্যের অবস্থান লক্ষ্য করা যায়নি।

শিক্ষার্থীরা বলেন, ‘৯ দফা আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আমরা আমাদের ভাই-বোন ও সাধারণ মানুষকে হত্যার বিচার চাই।’

এর আগে, শুক্রবার এক ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নতুন কর্মসূচি ঘোষণা দেন। এর মধ্যে শনিবার (৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ মিছিল আর রবিবার (৪ আগস্ট) থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।