ফেনীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

০৪ আগস্ট, ২০২৪

ফেনীতে বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। মুহুরি, সিলোনিয়া, কহুয়া নদীর ১৫টি স্থানে ভাঙন দেখা দেওয়ায় কমপক্ষে ৭০ থেকে ৮০টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় ৩০ হাজার পরিবার পানিবন্দি আছে। ৬৫ পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

রোববার (৪ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, ফেনী পরশুরাম বাজারে পানি ঢুকে কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। বিলোনিয়া আঞ্চলিক মহাসড়কে হাটু পানি প্রবাহিত হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। মানুষের দুর্ভোগের সীমা নেই।

জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় শুকনো খাবার দেওয়া হচ্ছে। পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও অতিবৃষ্টির কারণে নদীর ধারণ ক্ষমতার বাহিরে পানির তীব্রতা বেড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বন্যার সৃষ্টি হয়েছে। এ দিকে বৃষ্টি কমলে পানি প্রবাহ কমে যাবে।

পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানানো হয়।

মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারি-বেসরকারি সাহায্য সহযোগিতা কামনা করেন বানভাসিরা।