ইসরায়েলে ছুরি হামলায় নিহত ২

০৪ আগস্ট, ২০২৪

‘মধ্যপ্রাচ্যের দখলদার’ খ্যাত দেশ ইসরায়েলে এক ফিলিস্তিনির ছুরি হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই ব্যক্তি। পুলিশের গুলিতে নিহত হয়েছেন হামলাকারীও।

রোববার (৪ আগস্ট) তেল আবিবের ঠিক বাইরে হলন শহরে এই ঘটনা ঘটেছে বলে ইসরায়েলি কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস বলছে, হামলাকারী একটি গ্যাস স্টেশন এবং একটি পার্কের কাছে জনসমাবেশে হামলা চালায়। এই হামলায় দুইজন প্রবীণ নাগরিক নিহত হন। তাদের একজন নারী ও অপরজন পুরুষ। আহত দুইজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসা কর্মকর্তারা ।

পুলিশের মুখপাত্র এলি লেভি ইসরায়েলের চ্যানেল ১২ কে বলেছেন, ‘আমাদের এক কর্মকর্ত ঘটনাস্থলে হামলাকারীকে গুলি করেন এবং তাকে আরও বাজেভাবে হামলা চালানো থেকে বিরত করেন।’

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। সেখানে ব্যাপক তল্লাশি চালাচ্ছে তারা।’