‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে হেফাজতে ইসলামের সংহতি

০৫ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ডাক দেওয়া ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে সংহতি জানিয়েছে হেফাজতে ইসলাম।

রোববার (৪ আগস্ট) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান দলটির নেতা আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

এতে তিনি বলেছেন, ‘আমাদের দেশের বীর ছাত্র-জনতা সোমবার একদফার ‘ঢাকা চলো’ কর্মসূচি দিয়েছে। এর সঙ্গে একাত্মতা পোষণ করে দল-মত নির্বিশেষে সবাই ঢাকা চলুন। এটা আমাদের নয়া মুক্তির লড়াই। যারা এতদিন আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে; রাজনৈতিক ও ধর্মীয় স্বাধীনতা রুদ্ধ করেছে; আজকে তাদের ফ্যাসিবাদী রাজত্বের অবসান ঘটানোর চূড়ান্ত সময় এসেছে।’

মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, ‘আল্লাহর ফায়সালার দিকে তাকিয়ে আমরা ধৈর্যধারণ করেছি। শত জেল-জুলুম, ষড়যন্ত্র ও চাপ মোকাবিলা করে এতদিন আমরা সবর করেছি। আজকে সময় এসেছে রুখে দাঁড়ানোর।’