বানিয়াচংয়ে পুলিশ-জনতা সংঘর্ষে নিহত ৬

০৬ আগস্ট, ২০২৪

হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।

সোমবার সকাল ১১টার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষুব্ধরা মিছিল নিয়ে বড় বাজার থেকে থানার দিকে আসতে থাকেন। এ সময় ঈদ গায়ের সামনে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকলে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে। পুলিশ পিছু হঠলে আন্দোলনকারীরা থানায় হামলা করে। একপর্যায়ে বিক্ষোভরত জনতা থানায় ডাক বাংলোয় আগুন ধরিয়ে দেয়।

হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ নূরুল হক বলেন, গুলিবিদ্ধ হয়ে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ৬ জন নিহত হয়েছেন। আরো বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

নিহতরা হল বানিয়াচংয়ের যাত্রাপাশা মহল্লার সানু মিয়ার পুত্র হাসান মিয়া, মাঝের মহল্লা গ্রামের আঃ নূরের পুত্র আশরাফুল ইসলাম, পাড়াগাও মহল্লার শমশের মিয়ার পুত্র মোজাক্কির মিয়া, কামালহানি মহল্লার নয়ন মিয়া, যাতুকর্নপাড়া মহল্লার আঃ রউফ এর পুত্র তোফাজ্জ্বল, পূর্বঘর গ্রামের দলাই মিয়ার ছেলে সাদিকুর।

বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন, এখনও পরিস্থিতি উত্তপ্ত। কথা বলার সুযোগ নেই।