ফেনীতে ৮৮ বিএনপি জামায়াত নেতাকর্মীর জামিন

০৭ আগস্ট, ২০২৪

ফেনীতে ৮৮ জন বিএনপি ও জামায়াত নেতাকর্মী জামিন লাভ করেছেন।

মঙ্গলবার (৭ আগস্ট) রাতে ফেনী জেলা কারাগারের সুপার মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, জেলা বিএনপির অনেক নেতা কর্মী দীর্ঘদিন পর্যন্ত জালিমের কারাগারে বন্দি ছিলেন। ক্রমন্বয়ে তাদের সবাই এখন মুক্ত হচ্ছেন। মঙ্গলবার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৭৮ জন নেতাকর্মী মুক্তি পেয়েছে। 

ফেনী জেলা জামায়াতের সেক্রেটারী মুফতি আবদুল হান্নান বলেন, মঙ্গলবার ফেনীতে জামায়াতের ১০ নেতাকর্মীর জামিন হয়েছে। তারা হলেন— ফেনী শহর জামায়তের আমীর মোহাম্মদ ইলিয়াছ, মাওলানা ইব্রাহীম খলিল, রবিন, ডাক্তার এরফান, শাহাদাত হোসেন, ডা. মিজানুর রহমান, সোহরাব হোসেন রুকন ও শিবির নেতা নোবেল, মারুপ।

ফেনী জেলা কারাগারের সুপার মো. ইকবাল হোসেন জানান, ফেনী জেলা কারাগার থেকে মঙ্গলবার দিনভর ৮৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে। জামিন পাওয়া ব্যক্তিদের মাঝে সবাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কর্মী বলে জানা গেছে।