আখাউড়া ইমিগ্রেশন দিয়ে সীমিত পরিসরে যাত্রী পারাপার শুরু

০৭ আগস্ট, ২০২৪

চার ঘণ্টা বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আন্তর্জাতিক আখাউড়া ইমিগ্রেশন দিয়ে দুই দেশের যাত্রী পারাপার সীমিত পরিসরে স্বাভাবিক হয়েছে।বুধবার (৭ আগস্ট) দুপুর ১টার দিকে যাত্রী পারাপার স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম।

এর আগে, সকাল ১০টার দিকে সারাদেশের পুলিশের কর্মবিরতি পালনে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ করে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম জানান, যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে মানবিক কারণে আমরা সীমিত পরিসরে ট্যুরিস্ট এবং বিজনেস ভিসা ছাড়া বাকিদের ইমিগ্রেশন করছি। তাছাড়া বাংলাদেশ থেকে পাসপোর্ট ভিসাধারী ভারতগামীদের সঠিকভাবে পর্যবেক্ষণ করার পরই অনুমতি দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে ইমিগ্রেশন ডেস্কে দায়িত্বশীল কর্মকর্তারাও অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রতিটি পাসপোর্ট যাচাই করে ভারতে যাওয়ার অনুমতি দিচ্ছে।