‘ভুয়া খবর’ প্রকাশের দায়ে রুশ সামরিক ব্লগারের কারাদণ্ড

০৭ আগস্ট, ২০২৪

‘ভুয়া খবর’ প্রকাশের দায়ে এক রুশ সামরিক ব্লগারকে সাড়ে ৬ বছরের কারাদনণ্ড দিলো রাশিয়ার একটি আদালত। বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রীয় তদন্তকারীরা বলেছেন, সশস্ত্র বাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর আন্দ্রেই কুরশিন নামের ওই সামরিক ব্লগারকে এই সাজা দেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

টেলিগ্রামে ‘মস্কো কলিং’ নামের একটি চ্যানেল চালাতেন আন্দ্রেই কুরশিন। ওই চ্যানেলে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের লক্ষ্যকে সমর্থন জানিয়েছিলেন তিনি। তবে রুশ সামরিক নেতৃত্ব যেভাবে এই অভিযান পরিচালনা করছে তার সমালোচনা করেছিলেন এই ব্লগার।

গত বছরের আগস্টে গ্রেফতারের সময় কুর্শিনকে ‘ফ্রিঞ্জ আল্ট্রা-ন্যাশনালিস্ট’ হিসেবে বর্ণনা করেছিলেন ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার-এর বিশ্লেষকরা। যুদ্ধ প্রচেষ্টা নিয়ে রাশিয়ার অনুমোদনযোগ্য সমালোচনার সীমা ছাড়িয়ে গিয়েছিলেন তিনি।