ঢাবিতে শিক্ষার্থীদের সম্প্রীতির র‍্যালি

০৮ আগস্ট, ২০২৪

শেখ হাসিনার পদত্যাগের পর ‘স্বৈরাচার পরবর্তী বাংলাদেশ র‍্যালি ও বিশেষ আয়োজন’ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় সারাদেশে সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান শিক্ষক ও শিক্ষার্থীরা।

বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এ আয়োজন করা হয়।

আন্দোলনে শহিদ ও আহত ছাত্র-জনতাকে স্মরণ করে র‍্যালিটি অপরাজেয় বাংলা থেকে শুরু হয়ে টিএসসিতে শেষ হয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী বিভিন্ন ধর্মাবলম্বীদের পোশাক পরে আসেন এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানান। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও র‍্যালিতে অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা বলেন, আমরা নতুন এক সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছি। আমাদের প্রথম কাজ হচ্ছে সম্প্রীতি ও ইনসাফ প্রতিষ্ঠা করা। বিচারের ক্ষেত্রে কোনো বিশেষ গোষ্ঠী বিশেষ সুবিধা পাবে না। প্রত্যেক সেক্টরে স্বৈরাচার যে সিস্টেম তৈরি করেছে, তা ভেঙে পুনর্গঠন করতে হবে।