ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলো নোবিপ্রবি

১০ আগস্ট, ২০২৪

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জরুরি রিজেন্ট বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে কতৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তারা ভার্সুয়ালে এ জরুরি সভা করেন বলে জানায়।

রিজেন্ট বোর্ড গৃহীত সিদ্ধান্তের মধ্যে রয়েছে, নোবিপ্রবিতে সব ধরনের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী রাজনীতি নিষিদ্ধ থাকবে, আবাসিক হলগুলো আগামী রবিবার (১১ আগস্ট) থেকে খোলা থাকবে, অনলাইনে ক্লাস শুরু হবে মঙ্গলবার (১৩ আগস্ট) এবং সশরীরে ক্লাস শুরু হবে আগামী ২৫ আগস্ট।

এর আগে, গত বৃহস্পতিবার ৪ দফা দাবি জানিয়ে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোবিপ্রবির সমন্বয়করা।