ইরানের পশ্চিমাঞ্চলে ইরানি বিপ্লবী গার্ডদের সামরিক মহড়া

১১ আগস্ট, ২০২৪

ইরানের পশ্চিমাঞ্চলে সামরিক মহড়া চালিয়েছে ইরানি বিপ্লবী গার্ডরা। স্থানীয় সময় রবিবার (১১ আগস্ট) এই মহড়া শুরু হয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

খবরে বলা হয়, রবিবার শুরু হওয়া এই মহড়া টানা তিন ধরে চলবে। শেষ হবে মঙ্গলবার।

৩১ জুলাই তেহরানে ক্ষেপণাস্ত্র হামলায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়েহ নিহত হন। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে তারা। দেশটি বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ইরান।