চাঁদপুরে বাজার, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের তদারকি

১১ আগস্ট, ২০২৪

চাঁদপুরে বাজার, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান তদারকি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মতলব দক্ষিণ শাখার শিক্ষার্থীরা।

রোববার (১১ আগস্ট) দিনব্যাপী শিক্ষার্থীরা এই তদারকি করেন।

শিক্ষার্থীরা জানান, মতলবের নারায়নপুর বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সচেতনতা এবং বিভিন্ন সরকারি ব্যাংকগুলোকে গ্রাহকদেরকে হয়রানি বা ভোগান্তি এড়াতে সতর্ক করা হয়েছে। এদিন ছাত্র সমাজের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছাত্র রাজনীতি চিরকালের জন্য বন্ধ করতে সংশ্লিষ্টদের জানানো হয়।

শিক্ষার্থীরা আরও জানান, সকল ব্যবসায়ী, ব্যাংক কর্মকর্তা ও অধ্যক্ষ আশ্বাস দিয়েছেন তারা সকল ধরনের সিন্ডিকেট ও অপরাজনীতিকে কোনো প্রশ্রয় দেবেন না। এর আগে, আমরা সড়কে যানজট নিরসনেও কাজ করছি। আমাদের এ ধরনের কার্যক্রম জনসেবায় সবসময় অব্যাহত থাকবে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুরের মতলব দক্ষিণ শাখার শিক্ষার্থী শরিফ প্রধান, কাজী আলাউদ্দিন, ফরহাদ আহমেদ, সাকিব শেখ, মিনাজুল ইসলাম, জিহাদ রহমান, আবদুল্লাহ আল মাসুমসহ অন্যরা উপস্থিত ছিলেন।