চালকবিহীন আকাশযানের সফল পরীক্ষা চালালো চীন

১২ আগস্ট, ২০২৪

পণ্য পরিবহন আরো সহজ করতে এবার নতুন প্রযুক্তির চালকবিহীন আকাশযান তৈরি করেছে চীন। রোববার (১১ আগস্ট) দেশটির সিচুয়ান প্রদেশের একটি বিমানবন্দরে এর সফল পরীক্ষা চালানো হয়।

সংবাদমাধ্যম সিজিটিএন জানিয়েছে, নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোনটি চীনের সবচেয়ে বড় চালকবিহীন আকাশযান, যা প্রায় ২ টন সমপরিমাণ ওজন বহনে সক্ষম। আকাশযানটিতে রয়েছে বিশাল আকৃতির টুইন ইঞ্জিন। সাড়ে চার মিটার উচ্চতার ড্রোনটি দিয়ে সহজেই মালামাল লোড-আনলোড করা যাবে।

আকাশপথে পণ্য পরিবহনের নতুন দার উন্মোচন করেছে এটি, দাবি কর্তৃপক্ষের। প্রথম টেস্ট ফ্লাইটে কার্গো ড্রোনটির সকল ধরনের সিস্টেমের যাচাই করা হয়।