গুগল পিক্সেল ৯ সিরিজের স্মার্টফোন আনছে

১৩ আগস্ট, ২০২৪

সার্চ ইঞ্জিন গুগল পিক্সেল ৯ সিরিজের স্মার্টফোন আনছে। এই ফোনগুলোর দাম কত হবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, গুগল পিক্সেল ৯ ফোনের দাম লাখ খানেক টাকার মতো হবে। 

গুগল পিক্সেল ৯ সিরিজে ফোল্ডেবল ফোনও থাকবে। এছাড়াও থাকতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই ফিচারের সাপোর্ট। গুগল পিক্সেল ৯ এবং গুগল পিক্সেল ৯ প্রো এই দুই ফোনের সঙ্গে গুগল পিক্সেল ৯ ফোল্ড মডেলও লঞ্চ হতে পারে গুগল পিক্সেল ৯ সিরিজের মধ্যে। এর পাশাপাশি লঞ্চ হতে পারে গুগল পিক্সেল ৯ প্রো এক্সএল মডেল। 

এই ফোনে রয়েছে গুগলের নিজস্ব টেনসর জি৩ চিপসেট। এছাড়াও রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত একাধিক ফিচার। 

এর আগে গুগল পিক্সেল ৮ সিরিজের ফোন এনেছিল। যার মধ্যে জনপ্রিয় মডেল ছিল পিক্সেল ৮এ। এই ফোন ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে। এই দুই মডেলে রয়েছে ৮ জিবি র‍্যাম। 

গুগল পিক্সেল ৮এ ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর এবং একটি ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড রেয়ার ক্যামেরা সেন্সর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে।