অধিনায়কের পাশে দাঁড়াতে মাথা ন্যাড়া করলেন ফুটবলাররা

১৪ আগস্ট, ২০২৪

ক্যান্সার আক্রান্ত অধিনায়কের পাশে দাঁড়াতে ও মানসিকভাবে চাঙ্গা রাখতে দলের সব ফুটবলারই মাথা ন্যাড়া করে ফেললেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ঘটনাটি ঘটেছে সুইডেনের পঞ্চম বিভাগের ক্লাব কালমার এআইকে এফকেতে। এ ঘটনায় এখন বিশ্বজুড়ে আলোচনায় অখ্যাত এই ক্লাবটি।

জানা গেছে, দলের অধিনায়ক মারকুস হেরমান ক্যান্সার আক্রান্ত। কেমোথেরাপি নিতে নিতে মাথার সব চুল পড়ে গেছে কালমার দলনেতার। তাকে সমর্থন দিয়ে দলের বাকি সদস্যরা মাথা ন্যাড়া করেছেন এবং সেই ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

গত ৭ আগস্ট পোস্ট করা ওই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি।’ ভিডিওর এক পর্যায়ে হেরমান ড্রেসিংরুমে প্রবেশ করে সতীর্থদের এই অবস্থা দেখে আবেগাক্রান্ত হয়ে পড়েন।

তবে শুধু মাথা ন্যাড়া করাই নয়, ক্যান্সার আক্রান্ত হেরমানকে সাহায্য করতে একটি তহবিলও গঠন করেছে ক্লাবটি। এরই মধ্যে বিভিন্ন দেশের প্রচুর লোক সহযোগিতার হাতও বাড়িয়ে দিয়েছেন। তহবিল সংগ্রহের পোস্টে দলের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘চলুন মারকুসকে (হেরমান) দেখিয়ে দেই যে, সে একা নয়।