১৫ আগস্ট স্বাভাবিক নিয়মে চলবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

১৪ আগস্ট, ২০২৪

সম্প্রতি ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। ফলে ওইদিন সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বাভাবিক নিয়মেই চলবে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকও জানিয়েছে— আগামী ১৫ আগস্ট স্বাভাবিক নিয়মেই চলবে সারাদেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। 

বুধবার (১৪ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক দুটি নির্দেশনা জারি করা করেছে।

এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ১৩ আগস্ট এক আদেশের মাধ্যমে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ছুটি বাতিল করেছে। এ কারণে এদিন সব তফসিলি ব্যাংক স্বাভাবিক নিয়মে খোলা থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।