ফরিদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

১৭ আগস্ট, ২০২৪

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী এইচএসসি পরীক্ষার্থীরা বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে।শনিবার বেলা ১১টায় রাজেন্দ্র কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা দাবি করে বলেন, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক প্রণীত এইচএসসি পরীক্ষার যে রুটিন দেয়া হয়েছে তা প্রত্যাখ্যান করা হলো। এছাড়া এসএসসি পরীক্ষার ফলাফলের ভিক্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করতে হবে। নতুন রুটিন অনুযায়ী সকল পরীক্ষা বাতিল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ করারও দাবি জানানো হয়। 

শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ সিজান, মিনহাজ শিকদার, সকাল আবরার, এশরাত জাহান ঐশি, মেহেদী হাসান রুমী, তানিবুর রহমান উৎস, জায়েদ আহমেদ, মোহাম্মদ নাইম প্রমুখ। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ফরিদপুরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।