শাওমি আনল এন্ট্রি লেভেলের স্মার্টফোন

১৭ আগস্ট, ২০২৪

চীনের শাওমি রেডমি সিরিজে নতুন এন্ট্রি লেভেলের স্মার্টফোন এনেছে। যার মডেল রেডমি এ৩এক্স। কম দামের ফোন হলেও এতে পাবেন শক্তিশালী ব্যাটারি এবং ফাস্ট চার্জিং প্রযুক্তি। এছাড়াও এতে বড় ডিসপ্লে এবং দ্রুতগতির প্রসেসর দেওয়া হয়েছে। 

শাওমির ওয়েবসাইটে রেডমি এ৩এক্স মডেলটি দুইটি ভার্সনে তালিকাভুক্ত আছে। এটি কেনা যাবে ৩ ও ৪ জিবি র‌্যামের। স্টোরেজ মিলবে ৬৪ ও ১২৮ জিবি। স্মার্টফোনটি মিডনাইট ব্ল্যাক, ওশান গ্রিন, অলিভ গ্রিন এবং স্টারি হোয়াইট এই চার রঙে পাওয়া যাবে।

রেডমি এ৩এক্স মডেলের হ্যান্ডসেটে পাওয়া যাবে ৬.৭ ইঞ্চির ওয়াটারড্রপ নচ ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ৯০ হার্জ। ব্রাইটনেস ৫০০ নিটস। ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস ৩ প্রটেকশন।

এই ফোনে ইউনিসক টি৬০৩ মডেলের চিপসেট দেওয়া হয়েছে। যা ৪ জিবি পর্যন্ত র‌্যাম সাপোর্ট করে।

স্মার্টফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটা আছে ৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ০.০ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স। এছাড়া সেলফির জন্য এতে রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

এই ফোনে ১০ ওয়াটের চার্জিং সাপোর্টসহ ৫০০০ এমএইচ ব্যাটারি রয়েছে।

ফোনটিতে ডুয়েল সিম, ৪জি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, এফএম রেডিও, ইউএসবি-সি পোর্ট, মাইক্রোএসডি কার্ড এবং ৩.৫ মিমি অডিও জ্যাক পাবেন। এই ফোনের দাম শুরু ৯ হাজার টাকা থেকে।