‘আম্মাজান’-এর পর কেন অভিনয় ছাড়লেন শবনম?

১৮ আগস্ট, ২০২৪

ঢালিউডের কালজয়ী সিনেমাগুলোর নাম লিখতে গেলে আসবে ‘আম্মাজান’। ছবিটি প্রয়াত সুপারস্টার মান্নাকেও নিয়ে গিয়েছিল অন্য উচ্চতায়। এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন কিংবদন্তি অভিনেত্রী শবনম। তবে এরপর আর সিনেমায় দেখা যায়নি তাকে। এবার জানালেন সেই কারণ।

বছর দুয়েক আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার পার্টিতে হাজির হয়েছিলেন শবনম। সেখানে জানিয়েছিলেন ‘আম্মাজান’-এর পর ক্যামেরার সামনে না দাঁড়ানোর কারণ।,

শবনমের কথায়, ‘আম্মাজান’ করার পর ভালো কোনো চরিত্র পায়নি। তাই ক্যামেরার সামনেও দাঁড়াইনি। ইচ্ছা থাকলেও মনের মতো চিত্রনাট্য না পাওয়াতে আর কাজ করা হয়নি।’’

তিনি আরও বলেছিলেন, ‘দীর্ঘ অভিনয় জীবনে আপনাদের যে ভালোবাসা পেয়েছি, তাতে আমি কৃতজ্ঞ। দুই দশকের বেশি সময় সিনেমার বাইরে, তারপরও আপনারা আমাকে মনে রেখেছেন, এটাই আমার অনেক বড় প্রাপ্তি। বহুদিন পর সিনেমার মানুষের কাছে এসে যে ভালোবাসা পেয়েছি, তাতে চিরঋণী হয়ে থাকব।’

‘আম্মাজান’ সিনেমায় মান্নার মায়ের চরিত্রে ছিলেন শবনম। এর নির্মাতা কাজী হায়াৎ। ছবিতে আরও অভিনয় করেছিলেন মৌসুমী, ডিপজল, মিজু আহমেদ, আমিন খান প্রমুখ।