ঢাকার টিচার্স ট্রেনিং কলেজে ছাত্রলীগ নিয়ন্ত্রিত হল থেকে অস্ত্র উদ্ধার

১৮ আগস্ট, ২০২৪

ঢাকার সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ছাত্রলীগ নিয়ন্ত্রিত বিভিন্ন আবাসিক হল থেকে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়েছে। দেশিয় অস্ত্রের মধ্যে রয়েছে ছোরা, রামদা, হাসুয়া, রড, হকিস্টিক, লাঠি, ক্রিকেট স্ট্যাম্প। 

রোববার (১৮ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা কলেজটির কয়েকটি আবাসিক হলে অভিযান চালায়। এ সময় এগুলো উদ্ধার করা হয়। 

ছাত্রলীগের দখলে থাকা রুমগুলো যেন দেশীয় অস্ত্রের গুদাম!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবুল ইসলাম জানান, তাদের কাছে খবর ছিল ঢাকার সরকারি টিচার্স ট্রেনিং কলেজের আবাসিক হলগুলো দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করে আসছিল ছাত্রলীগ। সেখানে বিপুল পরিমাণ দেশি অস্ত্র মজুদ আছে। এমন খবর পাওয়ার পর তারা অভিযান শুরু করে। প্রতিটি হলে গিয়ে রুম থেকে অস্ত্র উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, এই অস্ত্রগুলো বিভিন্ন সময়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যবহার করতেন। সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর এসব অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। 

এ সময়ে টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। অভিযানের পর অস্ত্রগুলো ছাত্রাবাসের সামনে এনে জড়ো করা হয়। তবে এ সময় কোনো ছাত্রলীগ নেতাকে খুঁজে পাওয়া যায়নি।