টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, নোয়াখালীতে বন্ধ হলো সব শিক্ষাপ্রতিষ্ঠান

২০ আগস্ট, ২০২৪

টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে নোয়াখালীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

স্থানীয়রা জানান, গত একমাসের টানা বৃষ্টিতে একাধিকবার নোয়াখালী জেলা শহরের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। পানি ঢুকেছে জেলার অনেক সরকারি দপ্তরেও। সবশেষ গত সাত দিনের একটানা বৃষ্টিতে আবারও ডুবে গেছে পৌর এলাকা। জলাবদ্ধতা দেখা দিয়েছে শহরের বেশির ভাগ সড়ক ও বাসাবাড়ির আঙিনায়।

সরেজমিনে একই চিত্র দেখা গেছে, জেলার ৯টি উপজেলায়ও। জেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে পানির কারণে শ্রেণি কার্যক্রম চালাতে বেগ পেতে হয় শিক্ষকদের। প্রতিষ্ঠানে যাওয়া-আসার সময় ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ইতোমধ্যে জেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকেছে। এতে শ্রেণি কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়ে। তা ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের ঝুঁকি নিয়ে প্রতিষ্ঠানে আসতে হয়। যেকোনও সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সার্বিক বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। পানি কমে গেলে প্রতিষ্ঠান চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে