চার নদীর পানি বিপৎসীমার ওপরে

২১ আগস্ট, ২০২৪

কয়েক দিনের ভারী বৃষ্টিতে দেশের চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে থেকে মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে প্রকাশিত পূর্বাভাসে এ চিত্র দেখা গেছে। নদীগুলো হলো মনু, ধলাই, খোয়াই ও মুহুরী।

এর মধ্যে মনু নদীর পানি মৌলভীবাজারের দুটি পয়েন্টে বিপৎসীমার ১৩ থেকে ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

খোয়াই নদীর পানি হবিগঞ্জের দুটি পয়েন্টে ৭৫ ও ১৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

ধলাই নদী মৌলভীবাজারের কমলগঞ্জ আর মুহুরী নদী ফেনীর পরশুরামে বিপদসীমা ছাপিয়ে প্রবাহিত হচ্ছে।

আবহাওয়া অধিদফতরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর ফলে, প্রায় সব বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাসও জানানো হয়েছে।