বরগুনায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীরসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

২১ আগস্ট, ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মোবাইলে কথা বলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে প্রতিবিপ্লব সৃষ্টির চেষ্টার অভিযোগে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে মামলা হয়েছে। বরিশাল সাইবার ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করা হয়।

মামলায় সরদ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাড শাহ মো. অলি উল্লাহ, মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা মোতালেব মৃধা, বেতাগী উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক পৌর মেয়র গোলাম কবিরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। 

ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক আগামী ৬ অক্টোবরের মধ্য তদন্তপূর্বক বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেবার জন্য নির্দেশ দিয়েছেন। বর্তমানে ২টি চাঁদাবাজির মামলায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির জেল হাজতে রয়েছেন।