বরিশালে সাত নদীর পানি বিপদসীমার উপরে

২১ আগস্ট, ২০২৪

বরিশাল বিভাগের ৭টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বরিশাল নগরেরসহ নদীর তীরবর্তি নিম্নাঞ্চল তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম জানান, পূনির্মার কারনে সাগর থেকে পানি আসছে। এছাড়াও টানা বৃষ্টি ও তিস্তার ঢলের কারনে পানি বেড়েছে।  

বরিশালের কীর্তনখোলা নদী তীরবর্তী নগরী ও সদর উপজেলার নদীতীরবর্তী অধিকাংশ বাসিন্দা পানি বন্দি রয়েছে। এছাড়া বিষখালী নদীর ঝালকাঠি জেলা, বেতাগী উপজেলা, বরগুনা জেলা ও পাথরঘাটা উপজেলার নদীতীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে। সুরমা-মেঘনা নদীর দৌলতখান ও তজুমদ্দিন উপজেলার নদীতীরসহ নিচু এলাকায় পানি উঠেছে। তেতুলিয়া নদীর ভোলা খেয়াঘাট এলাকা, বুড়িশ্বর নদীর মির্জাগঞ্জ উপজেলা, কচা নদীর উমেদপুর পয়েন্ট ও বলেশ্বর নদীর পিরোজপুর জেলার নদীতীরসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 

উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম জানান, কীর্তনখোলা নদীর পানি বিপদসীমা ২ দশমিক ১০ সেন্টিমিটার হলেও ২ দশমিক ২০ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। একইভাবে বিষখালীর নদীর ঝালকাঠি পয়েন্টের পানির বিপদসীমা ১ দশমিক ৪০ সেন্টিমিটার। কিন্তু প্রবাহিত হচ্ছে ১ দশমিক ৫৪ সেন্টিমিটার উচ্চতা দিয়ে। বিষখালী নদীর বেতাগী পয়েন্টে প্রবাহিত হচ্ছে ১ দশমিক ৮৮ সেন্টিমিটার উচ্চতায়। এ পয়েন্টের বিপদসীমা ১ দশমিক ৬৮ সেন্টিমিটার। 
একই নদীর বরগুনা পয়েন্টের বিপদসীমা ১ দশমিক ৯৭ সেন্টিমিটার। প্রবাহিত হচ্ছে ২ দশমিক ১১ সেন্টিমিটার দিয়ে। পাথরঘাটা পয়েন্টে বিষখালী নদীর বিপদসীমা ১ দশমিক ৭৫ সেন্টিমিটার। প্রবাহিত হচ্ছে ১ দশমিক ৯৫ সেন্টিমিটার উচ্চতায়। সুরমা-মেঘনা নদীর দৌলতখান পয়েন্টের বিপদসীমা ২ দশমিক ৭৫ সেন্টিমিটার। প্রবাহিত হচ্ছে ৩ দশমিক ৪৯ সেন্টিমিটার দিয়ে। একই নদীর তজুমদ্দিন পয়েন্টের বিপদসীমা ২ দশমিক ২২ সেন্টিমিটার। প্রবাহিত হচ্ছে ৩ দশমিক ১৪ সেন্টিমিটার। 
তেতুলিয়া নদীর ভোলা খেয়াঘাট এলাকার বিপদসীমা ১ দশমিক ৯১ সেন্টিমিটার। প্রবাহিত হচ্ছে ২ সেন্টিমিটার দিয়ে।
বুড়িশ্বর নদীর আমতলী পয়েন্টে বিপদসীমা ২.০৭ সেন্টিমিটার। প্রবাহিত হচ্ছে ২ দশমিক ১০ সেন্টিমিটার দিয়ে। এ নদীর মির্জাগঞ্জ পয়েন্টের বিপদসীমা ১.৮০ সেন্টিমিটার। প্রবাহিত হচ্ছে ১ দশমিক ৯২ সেন্টিমিটার উচ্চতায়। কচা নদীর উমেদপুর পয়েন্টের বিপদসীমা ১ দশমিক ৬৫ সেন্টিমিটার। প্রবাহিত হচ্ছে ১ দশমিক ৮২ সেন্টিমিটার উচ্চতায়। বলেশ্বর নদীর পিরোজপুর পয়েন্টের বিপদসীমা ১ দশমিক ৪৯ সেন্টিমিটার। প্রবাহিত হচ্ছে ১ দশমিক ৭১ সেন্টিমিটার উচ্চতায়।