গাজীপুরে বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল ইন্টারনেট ব্যবসায়ীর

২২ আগস্ট, ২০২৪

গাজীপুরের শ্রীপুরে ইন্টারনেটের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে মো. আবুল হায়াত নামে এক ইন্টারনেট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত আবুল হায়াত(২৩) উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের কিসমত আলীর ছেলে। তিনি ওই গ্রামের আলহাজ্ব আব্দুল আউয়াল বেপারীর বাড়িতে থাকতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাড়ির মালিক আলহাজ্ব আব্দুল আউয়াল বেপারী বলেন," নিজের জমিজমা না থাকায় দীর্ঘদিন ধরেই আমার বাড়িতেই থাকতেন আবুল হায়াত। বৃহস্পতিবার বিকেলের দিকে মূষোল ধারায় বৃষ্টির সময় তাঁর নিজের ঘরে থাকা ইন্টারনেট বন্ধ হয়ে যায়। সেসময় ঘরের টিনের ছাউনির উপর উঠে কাজ করছিলেন তিনি। বৃষ্টিতে ইন্টারনেট রাউডার বিদ্যুতায়িত থাকায় সেখানে হাত দিতেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে টিনের ছাউনির উপর লুটিয়ে পড়েন আবুল হায়াত । পরে বিকট শব্দে খোঁজ পেয়ে পাশের বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরীক্ষার নিরীক্ষার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক আবুল হায়াতকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: বিজন মালাকার বলেন, " মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল আবুল হায়াতকে। আমরা পুলিশকে অবগত করেছি"।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম যায়যায়দিনকে বলেন," বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইন্টারনেট ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় কেউ থানায় অবগত করেনি। যেহেতু আমাদের কার্যক্রম পরিপূর্ণ ভাবে শুরু হয়নি সেহেতু বিষয়টি সম্পর্কে খোঁজ নিতে পারছি না।'