বাগেরহাটে নদ-নদীর পানি বিপৎসীমার উপরে

২৪ আগস্ট, ২০২৪

বন্যার পানিতে বাগেরহাটে সব নদনদীর পানি বিপৎসীমার ২ থেকে ৪ ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ৪ ফুট পানির নিচে তলিয়ে গেছে সুন্দরবন।

বাগেরহাট শহরতীর দড়াটানা, ভৈরব নদীর পানি শুক্রবার সন্ধ্যায় বিপদ সীমার ২ ফুট উপর দিয়ে প্রবাহিত হলেও পানগুছি ও বলেশ্বর নদীর পানি বিপদৎসীমার ৩ ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বেড়েছে পশুর ও মোংলা নদীতে। এই দুটি নদীর পানি বিপৎসীমার ৩ ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুন্দরবন ৪ ফুট পানির নিচে তলিয়ে গেছে।

বাগেরহাটের সব নদ-নদীর পানি বিপৎসীমার ২ থেকে ৪ ফুট উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মো. আল বিরুনী ও সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ করিব এ তথ্য নিশ্চিত করেছেন।