তেল আবিব ও বৈরুতে ফ্লাইট বাতিল করেছে এয়ার ফ্রান্স

২৬ আগস্ট, ২০২৪

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান উত্তেজনার কারণে ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং লেবাননের রাজধানী বৈরুতে ফ্লাইট চলাচল বাতিল করেছে এয়ার ফ্রান্স।

আজ রোববার (২৫ আগস্ট) এয়ারলাইন্সটি তাদের ফ্লাইট চলাচল বাতিল করে। কতদিন ফ্লাইট বন্ধ থাকবে তা নির্দিষ্ট করে না জানালেও অন্তত সোমবার পর্যন্ত ফ্লাইট বন্ধ থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী রোববার ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালায়। অন্যদিকে ইসরায়েল লেবাননে প্রায় ১০০ জঙ্গিবিমান হামলা চালায়, যাতে কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। এরপরই এয়ার ফ্রান্স ফ্লাইট বন্ধের পদক্ষেপ নিল।

এয়ারলাইন্সটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিস্থিতি নতুন করে মূল্যায়ন করার পর এই রুট চালু করার বিষয়টি বিবেচনা করা হবে। যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই পূর্ণ অগ্রাধিকার বলে জানিয়েছে এয়ার ফ্রান্স।

অন্যদিকে জার্মানির লুফথানসা এয়ারলাইন্স সেপ্টেম্বরের শেষ পর্যন্ত লেবাননের বৈরুতে তাদের ফ্লাইট চলাচল বন্ধ রাখার সময়সীমা বাড়িয়েছে। এছাড়া ২ সেপ্টেম্বর পর্যন্ত তেল-আবিব এবং তেহরানে ফ্লাইট চলাচল বন্ধ রাখবে এয়ারলাইন্সটি।