ইউসিবির পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন

২৮ আগস্ট, ২০২৪

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৭ আগস্ট) নতুন পর্ষদ গঠিত হয়। একই সঙ্গে ব‌্যাংকটি‌তে স্বতন্ত্র প‌রিচালকও নি‌য়োগ দেওয়া হয়েছে।

ব‌্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো আদেশে বলা হয়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিত করতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে।

নবগঠিত পর্ষদের পরিচালক হলেন-ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ারহোল্ডার শরীফ জহীর, শেয়ারহোল্ডার মো. তানভীর খান। এই ২ জনকে যথাক্রমে ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ হতে পদত্যাগের শর্তে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন, অগ্রণী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ আলী এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওবায়দুর রহমান।