চাঁপাইনবাবগঞ্জের তিন নদীতে বাড়েনি পানি, শঙ্কা নেই বন্যার

২৮ আগস্ট, ২০২৪

গত কয়েক দিন সামান্য পানি বৃদ্ধি পেলেও মঙ্গলবার (২৭ আগস্ট) ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বৃদ্ধি পায়নি। এমন পরিস্থিতিতে আপতত বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আবু সোয়েব বলেন, মঙ্গলবার ভোর ৬টায় যথাক্রমে চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় পানির উচ্চতা ছিল ২০ দশমিক ৫৫ মিটার, মহানন্দায় ১৮ দশমিক ৫১ মিটার ও পুনর্ভবা নদীতে পানি প্রবাহিত হয়েছে ১৮ দশমিক ৫০ মিটারে। তবে বুধবার ভোর ৬টায় এ তিন নদীতে পানি স্থির অবস্থায় ছিল। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি পায়নি।

তিনি আরও বলেন, এ তিন নদীর উজানে ভারতীয় অংশেও পানি বৃদ্ধি পায়নি। সবমিলিয়ে আগামী কয়েক দিন এ তিন নদীতে পানি কমা শুরু হতে পারে। আর যদিও বাড়ে তা খুবই সামান্য পরিমানে বাড়বে; যা নদী এরিয়ায় ধারণের সক্ষমতা রয়েছে। ফলে চাঁপাইনবাবগঞ্জে বন্যার কোনো শঙ্কা নেই।