ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটার ডেভিড মালানের অবসর

২৮ আগস্ট, ২০২৪

ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটার ডেভিড মালান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ৩৬ বছর বয়সী ব্যাটারের অবসরের বিষয়টি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে। 

তিনি ৬২ টি-২০ ম্যাচ খেলে ১৮৯২ রান করেছেন। ৩০ ওয়ানডে খেলে ১৪৫০ এবং ২২ টেস্ট খেলে ১০৭৪ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে জস বাটলারের পর তিন ফরম্যাটে সেঞ্চুরি করা ইংলিশ ব্যাটার তিনি। 

মালানের ২০১৭ সালে ৩০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। প্রথমে টি-২০ এবং পরে টেস্ট খেলেন তিনি। তবে নিয়মিত ছিলেন বেশি সাদা বলের ক্রিকেটে। 

আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়া ও আত্মবিশ্বাস দেওয়ায় ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগানকে ধন্যবাদ দিয়েছেন তিনি, ‘ইয়ন সত্যিই অসাধারণ ছিলেন, সবার নাকে তিনি ঝামা ঘসেছেন। তিনি সবসময় আমাকে সমর্থন দিয়েছেন।’ 

ইয়ন বলতেন, ‘যদি তোমার খেলায় কোন সমস্যা দেখি, সবার আগে আমি তোমার সঙ্গে কথা বলব।’ মালান সর্বশেষ ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ম্যাচ খেলেছেন। এরপর কোন ফরম্যাটে সুযোগ পাননি। বোর্ডের নতুন পরিকল্পনায় তিনি নেই জেনেই অবসর নিয়েছেন।