নাটোরে যুবদল ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ, আহত ১২

৩১ আগস্ট, ২০২৪

নাটোর সদরে যুবদল ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ধারালো অস্ত্রের আঘাতে দুই পক্ষের ১০-১২ জন আহত হয়েছেন। আহতদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে নাটোর সদর উপজেলার মাঝদিঘা দক্ষিণপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি ছাতনী ইউনিয়ন বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় মুখোমুখি হলে সেসব এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার জুম্মার নামাজের পর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাঝদিঘা দক্ষিণপাড়ায় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মুক্তা গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ কর্মী রমজান গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০/১২ জন রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে দুই জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত এ ধরনের কোন ঘটনায় অভিযোগ পাওয়া যায়নি।