প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি ১ উইকেট, শান মাসুদের ফিফটি

৩১ আগস্ট, ২০২৪

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে হেরে পিছিয়ে পড়েছে পাকিস্তান। সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের সামনে। তবে শুরুটা ভালো করতে পারেনি পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই আব্দুল্লাহ শাফিককে বোল্ড আউট করেন তাসকিন আহমেদ। তবে শান মাসুদ এবং সাইম আইয়ুবের ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান।

প্রথম সেশন শেষে ২৫ ওভার ব্যাট করেছে পাকিস্তান। যেখানে ১ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৯৯ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাইম আইয়ুব ৮৩ বলে ৪৩ রান এবং শান মাসুদ ৬২ বলে ৫৩ রানে অপরাজিত রয়েছেন।

দ্বিতীয় দিন (শনিবার) টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। মাঠে নেমে উড়ন্ত শুরু পায় টাইগাররা। ইনিংসের প্রথম ওভারেই আব্দুল্লাহ শাফিককে বোল্ড আউট করেন এক বছর পর টেস্ট দলে ফেরা তাসকিন আহমেদ।

এরপর আরেক ওপেনার সাইম আইয়ুবকে সঙ্গে নিয়ে পাক শিবিরের হাল ধরেন অধিনায়ক শান মাসুদ। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামলে ওঠে স্বাগতিকরা। সেই সঙ্গে নিজের দশম ফিফটি তুলে নেন শান মাসুদ।

অপর প্রান্তে রান তুলতে থাকে সাইম আইয়ুব। ৪৩ রানে অপরাজিত থেকে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় এই বাঁহাতি ব্যাটার।