বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করলেন সাবেক কুসিক মেয়র সাক্কু

০১ সেপ্টেম্বর, ২০২৪

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) সাবেক মেয়র ও বিএনপি নেতা মো. মনিরুল হক সাক্কু বন্যা কবলিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড ভাটপাড়া মাস্টারবাড়ি এলাকার প্রায় পাঁচশত পরিবারের মাঝে খাবার বিতরণ করেন তিনি।

কুসিকের এই সাবেক মেয়র বলেন, আপনাদের খাবার দিয়ে সাহায্য করতে আসিনি এটা আপনাদের পাওনা। গত ৫ আগস্ট ছাত্রজনতার তীব্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী হাসিনার সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি দেশ ছেড়ে পালিয়েছে। এ স্বৈরাচার হাসিনার আমলে আমি কুমিল্লা সিটি করপোরেশনের দুইবার মেয়র হয়েছি তাদের হেভিওয়েট প্রার্থীদের পরাজিত করে। আমাকে ২০২২ সালের ১৫ কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে জোর করে হারানো হয় ফলাফল পাল্টে দিয়ে। আমি ৪৩ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত।

মনিরুল হক সাক্কু বলেন, কুমিল্লার বানভাসি মানুষের পাশে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আপনাদের যখন যা লাগে আপনারা আমাকে জানাবেন আমি আমার সাধ্যমত আপনাদের পাশে থাকা চেষ্টা করব।

এসময় উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা আবুল হোসেন, কবির হোসেন মজুমদার, ইকরাম হোসেন ইকু, ইমতিয়াজ আহমেদ প্রমুখ।