সৈয়দপুরে ৯০ আ.লীগ নেতাকর্মীর নামে মামলা

০২ সেপ্টেম্বর, ২০২৪

নীলফামারীর সৈয়দপুরে বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগে সাবেক পৌর মেয়র রাফিয়া জাহান বেবিসহ আওয়ামী লীগের ৯০ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। এতে ৯০ জনের নাম উল্লেখ করে ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) রাতে সৈয়দপুর থানার উপপরিদর্শক আকমল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আশিফুর রহমান বাবলু বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

আসামিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, মহিলা লীগের সভাপতি ও সাবেক মেয়র রাফিকা আকতার জাহান বেবী, ছাত্রলীগের সভাপতি মোমেন শাহরিয়ার টুটুল, সাধারণ সম্পাদক সজীব, পৌর ছাত্রলীগের সভাপতি সিফাত সরকার, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শুভ শেখ প্রমুখ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে আসামিরা বিভিন্ন জায়গা থেকে শহরে এসে জড়ো হন। পরে তারা সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এসব ভাঙচুরের কারণে কার্যালয়ের বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।