চউকের নতুন চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম

০৩ সেপ্টেম্বর, ২০২৪

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মো. নুরুল করিম। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নুরুল করিম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট শৈলকুপা গ্রামের বাসিন্দা। চার মাস আগে চউকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছকে। আওয়ামী সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। 

প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ ইউনুসের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। তার স্থলে প্রকৌশলী মো. নুরুল করিম চউক চেয়ারম্যানের দায়িত্ব নেবেন। তার নিয়োগ তিন বছরের জন্য, তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। এতে আরও উল্লেখ করা হয়েছে, নুরুল করিমকে এই ভূমিকা গ্রহণের জন্য অন্যান্য প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে সব কাজের সম্পর্ক ছিন্ন করতে হবে।

এদিকে ইউনুছের পাশাপাশি আরও ৯ জনকে চউক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন এম আশরাফুল আলম, জিয়াউল হক সুমন, মুহাম্মদ আলী শাহ, মো. ফারুক, মুনির উদ্দিন আহমদ, জসিম উদ্দীন শাহ, আশিক ইমরান, জিনাত সোহানা চৌধুরী ও আলী আহমেদ।

২৭ আগস্ট ‘বৈষম্যবিরোধী চট্টগ্রাম’-এর ব্যানারে চউক চেয়ারম্যান ইউনুছের পদত্যাগের দাবিতে চউক ভবন ঘেরাও করা হয়েছিল।