নিবন্ধন পেল নুরের গণঅধিকার পরিষদ, রাজবাড়ীতে মিষ্টি বিতরণ

০৩ সেপ্টেম্বর, ২০২৪

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পাওয়ায় রাজবাড়ীতে মিষ্টি বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) ও কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরের দল গণঅধিকার পরিষদ।

সোমবার (২ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে প্রেসক্লাব চত্বরে জনসাধরণের মাঝে মিষ্টি বিতরণ করে দলটির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন, যুব অধিকার পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান পাটোয়ারী, সদর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মো. ফারুখ হাসান, দফতর সম্পাদক শরীফ মাহমুদ, শ্রমিক অধিকার পরিষদ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মো. রিপন, সদস্য সচিব সোহেল মল্লিক, সদর উপজেলা পরিষদের আহবায়ক মো. তানভীর হোসেন, ছাত্র অধিকার পরিষদের প্রচার সম্পাদক মীর মাহমুদ সুজন, সদস্য সোহান, ইমন সহ অনান্য নেতাকর্মীবৃন্দ।

মিষ্টি বিতরণ কালে নেতাকর্মীরা বলেন, রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) ও কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরের দল গণঅধিকার পরিষদ। দলটি নির্বাচনী প্রতীক পেয়েছে ট্রাক। আমরা অনেক আনন্দিত এবং খুশি। আমরা সাধারণ মানুষের জন্য কাজ করবো।