রাজশাহীতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার১

০৪ সেপ্টেম্বর, ২০২৪

রাজশাহীর বাগমারায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ লিয়াকতুল আলম ওরফে লিটন রানা (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

বুধবার বিকেলে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার লিয়াকতুল আলম ওরফে লিটন রানা বাগমারা উপজেলার ভবানীগঞ্জ গ্রামের ডিএম ফজলুর রহমানের ছেলে। তাকে মঙ্গলবার রাতে বাগমারা উপজেলার গাংগোপাড়া বাজার থেকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের মুখপাত্র রফিকুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে বাগমারা থানাধীন মাড়িয়া ইউপির গাংগোপাড়া বাজারে অভিযান চালায় পুলিশ। এসময় অভিযুক্ত লিয়াকতুল আলম ওরফে লিটন রানার দেহ তল্লাশি করে একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। এসময় জব্দ করা হয় তার মোটরসাইকেলটি।

এ ঘটনায় বাগমারা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।