রাশিয়ার হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা শক্তিশালী করছে জার্মানি

০৫ সেপ্টেম্বর, ২০২৪

জার্মান সেনাবাহিনী রাশিয়ার সম্ভাব্য হামলা প্রতিহত করতে এবং ইউরোপীয় নিরাপত্তা জোরদার করতে প্রথমবারের মতো আইরিস-টি এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে। দেশটির চ্যান্সেলর ওলাফ শলৎস রুশ হুমকির বিষয়ে বারবার সতর্ক করেছেন। তিনি উল্লেখ করেছেন, রাশিয়া শুধু ইউক্রেনের ওপর আক্রমণ চালিয়েই ক্ষান্ত হবে না, বরং ন্যাটোর সঙ্গেও সরাসরি সংঘর্ষের ঝুঁকি রয়েছে।  

২০২২ সালে ইউক্রেন যুদ্ধের আগে জার্মানির সামরিক অবস্থা অত্যন্ত দুর্বল ছিল।

যুদ্ধ শুরুর পরই সেই দুর্বলতা প্রকাশ পায়। চ্যান্সেলর শলৎস প্রতিরক্ষা খাতে বড় অঙ্কের বাজেট বরাদ্দের মাধ্যমে এই পরিস্থিতি পাল্টানোর উদ্যোগ নেন। এর ধারাবাহিকতায়, বুধবার জার্মান ভূখণ্ডে প্রথমবারের মতো আইরিস-টি সিস্টেম মোতায়েন করা হয়েছে।  

জার্মানি ইতোমধ্যেই ইউক্রেনকে একাধিক আইরিস-টি সিস্টেম সরবরাহ করেছে এবং আরও সরবরাহের পরিকল্পনা রয়েছে

ইউক্রেনের জন্য সরবরাহ করা এই সিস্টেমগুলো ২৫০টিরও বেশি রকেট, ড্রোন এবং ক্রুজ মিসাইল ধ্বংস করতে সক্ষম হয়েছে।

জার্মানি রাশিয়ার হুমকির বিরুদ্ধে শুধু এককভাবে কাজ করছে না, বরং ইউরোপীয় ‘স্কাই শিল্ড’ প্রকল্পের অধীনে বৃহত্তর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে।।