ভারত সফরে যাচ্ছেন এবাদত

০৬ সেপ্টেম্বর, ২০২৪

ইনজুরিতে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে মাঠের বাইরে পেসার এবাদত হোসেন। এ সময় বাংলাদেশ দল একের পর এক বড় টুর্নামেন্ট খেললেও ডেরায় পাচ্ছে পেস ইউনিটের অন্যতম স্তম্ভকে। গত বছরের জুলাইয়ে হাঁটুতে পাওয়া চোট তাকে নিয়ে গেছে ছুরি-কাঁচির নিচে। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়া সেরে উঠেছেন এই টাইগার পেসার। দলে এখনও সুযোগ না আসলেও জাতীয় দলে ফিরতে সহজ হতে আসন্ন ভারত সফরের দলের সঙ্গে থাকবেন পেসার এবাদত হোসেন।

আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে  এমন তথ্যই নিশ্চিত করেন ডানহাতি এ পেসার। চোটের আপডেট জানিয়ে তিনি বলেন, ‘এখনো শতভাগ এফোর্ড দিয়ে বোলিং করার অনুমতি দেয়নি। ৭০-৮০ শতাংশ এরকম কাছাকাছি এফোর্ডে কাজ করছি। আমাকে হয়তো ভারত সফরে দলের সঙ্গে নেওয়া হবে।’

খেলতে না পারলেও কেন যাবেন ভারতে, সে উত্তর তার মুখেই শুনুন, ‘সেখানে বোলিং সাপোর্টটা পাব, ডাক্তার, ফিজিও, ট্রেনার… সব সাপোর্ট পাব। বাংলাদেশ দলের মনিটরিংয়ে থাকব। এ জন্যই হয়তো আমাকে নিয়ে যাওয়া হবে। সেখানে গিয়ে আমার ফিটনেস পরীক্ষা করে দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’

মাঝে হারানো সময়গুলো নিয়ে বেশ আক্ষেপ টাইগার পেসারের; এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আফসোস হয়। আমি ১৩ মাস খেলার বাইরে। এমন একটা চোটে পড়েছি, সুস্থ হতে অনেক লম্বা সময় লাগছে। খেলোয়াড় হিসেবে বাইরে থাকা অনেক কষ্টের। তবে মনে হয় না বেশি দিন লাগবে সুস্থ হতে। আমিও খেলব। ভালো করার চেষ্টা করব।’

ভারতের বিপক্ষে স্মৃতি মনে করে এবাদত বলেন, ‘বিরাট কোহলিকে দুবার আউট করেছি, এটা আমার গর্বের ব্যাপার। আমি যত উইকেটই নিয়েছি, বেশির ভাগই বড় উইকেট। আমার ডায়েরি খুললে ভালোই লাগে। এদের আমি আউট করেছি। ভালোই লাগে দেখতে। দেখা যাক, ভারত যাই, যদি সুযোগ হয় তাহলে খেলার চেষ্টা থাকবে।’