ঢাবিস্থ আড়াইহাজার উপজেলার নেতৃত্বে ইয়াসিন-তাবারক

০৭ সেপ্টেম্বর, ২০২৪

শিক্ষার্থীদের সংগঠন ‘আড়াইহাজার উপজেলা ছাত্র সংসদ’ (ডুসাউ)-এর ৪২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মো. ইয়াসিন আরাফাত এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মো. তাবারক হোসেন। আগামী ১ বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে সংগঠনের সদ্য সাবেক সভাপতি যোবায়ের আহমেদ ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুষার এবং হায়দার আলীর স্বাক্ষরিত বিবৃতিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় ডুসাউ এর উপদেষ্টা অ্যাসিস্ট্যান্ট কমিশনার (ভূমি) সাকিব হাসান খান নাহিদ উপস্থিত ছিলেন। 

ঢাবিস্থ আড়াইহাজার উপজেলার নেতৃত্বে ইয়াসিন-তাবারক

শিক্ষার্থীদের সংগঠন ‘আড়াইহাজার উপজেলা ছাত্র সংসদ’ (ডুসাউ)-এর ৪২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মো. ইয়াসিন আরাফাত এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মো. তাবারক হোসেন। আগামী ১ বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে সংগঠনের সদ্য সাবেক সভাপতি যোবায়ের আহমেদ ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুষার এবং হায়দার আলীর স্বাক্ষরিত বিবৃতিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় ডুসাউ এর উপদেষ্টা অ্যাসিস্ট্যান্ট কমিশনার (ভূমি) সাকিব হাসান খান নাহিদ উপস্থিত ছিলেন। 

নবনির্বাচিত সভাপতি মো. ইয়াসিন আরাফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের অনাবাসিক শিক্ষার্থী। অন্যদিকে সাধারণ সম্পাদক মো. তাবারক হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের ওয়ার্ল্ড রিলিজিয়নস অ্যান্ড কালচার বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী।

নবনির্বাচিত সভাপতি ইয়াসিন আরাফাত বলেন, আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করায় জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের উপজেলা সংগঠন শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমসহ যেকোনো প্রয়োজনে পাশে থাকবে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে সর্বাত্মক সহযোগিতা করবে।