চট্টগ্রামে যুবলীগ নেতা আশ্রাফ গ্রেপ্তার

১০ সেপ্টেম্বর, ২০২৪

গত ৫ আগস্ট সরকার পতনের পর চট্টগ্রাম নগরীর মনসুরাবাদ এলাকায় ছাত্র-জনতার আনন্দ মিছিলে গুলিবর্ষণের অভিযোগে করা মামলায় যুবলীগ নেতা মো. আশ্রাফকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় সরাইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আশ্রাফ পাহাড়তলী থানার মধ্যম সরাইপাড়া প্রাণ হরিদাস রোডের ছালে জহুরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. শরীফ-উল-আলম।

তিনি বলেন, আনোয়ার হোসেন পেশায় সিএনজি অটোরিকশা চালক। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি মনসুরাবাদ পুলিশ লাইনসের সামনে পৌঁছালে যুবলীগ নেতা আশ্রাফের নেতৃত্বে অপরাপর আসামিরা আনন্দ মিছিলে নির্বিচারে গুলিবর্ষণ করে। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে ছাত্র-জনতা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় ১ সেপ্টেম্বর তিনি ডবলমুরিং থানায় ১৩০ জন এজহারনামীয় ও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, এ মামলার আসামি যুবলীগ নেতা আশ্রাফ পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যায় অভিযান চালায় র‌্যাব। সন্ধ্যা পৌনে ৭টায় সরাইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবলীগ নেতা আশ্রাফ মিছিলে গুলি করার কথা স্বীকার করেছে। তাকে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।